Saturday 27 September 2014

চেনা-অচেনা মানুষের চোখের তারায়
লুকোনো অভিব্যক্তি, কিংবা বলা না বলা
শব্দাবলীর অর্থ খুঁজতে গিয়ে, আর চার-
পাশের মানব যন্ত্রগুলোর প্রোগ্রাম
বুঝতে গিয়ে নিজের
ইনফোগ্রাফটা গোছানো হলোনা তার।
তাইতো যে যার প্রোগ্রাম
অনুযায়ী বুঝে নিচ্ছে একটা অগোছালো সাইকোর
ইনফোগ্রাফ...

সে সাইকো।
কারণ তার ভাবলেষহীন চোখে
এজন্যে বর্ষার প্লাবন নেই,
ভুল ভাঙানোর তাকিদ নেই,
অযাচিত অস্থিরতা নেই।
সে সাইকো।
কেননা সে বোকা খরগোশের মত
মাঝপথে ঘুমিয়ে পড়েনা আবার
পরিশ্রমী কচ্ছপের মত অবিরাম পথ ও চলেনা।
শুধু নিষ্পলক চেয়ে দেখে রেসের মানুষগুলোকে।

জানো তো! যান্ত্রিক মানবের সাথে মানবিক
সাইকোর কোন প্রতিযোগিতা হয়না।
হতে পারেনা।

                 ২১,০৬,১৩


No comments:

Post a Comment