Sunday 28 September 2014

চাওয়া পাওয়ার শূণ্যস্থানে অনেক স্বপ্ন
বিলীন হয়,
বাস্তবতার শেকলে রোজ বাধা পড়ে অজস্র
অনুভূতি।
জীবন স্বপ্ন দেখতে শেখায়,
ভাঙ্গতে শেখায়,
ভাঙ্গা-গড়ার এ অত্যাচার সইতে শেখায়।
আমরা একান্ত বাধ্যগত শিক্ষার্থী,
তাই অনুভূতির সংজ্ঞা রোজ পালটায়।
কেউ কেউ পুরোনো অনুভূতিকেই খুঁজে বেড়ায়
ভাঙ্গা স্বপ্নদেরই আকড়ে ধরে,
সমাজে এরা মুল্যহীন।
এরা যে অবাধ্য শিক্ষার্থী!
তাই আমরা বাধ্যগতরা আঢ়চোখে দেখি,
ওদের হেরে যাওয়া, হারিয়ে যাওয়া...
আহারে! ওরা যন্ত্র হতে পারলনা, মানুষই
রয়ে গেলো...

06,04,13

No comments:

Post a Comment