Saturday, 27 September 2014

নিষ্প্রাণ নগরীর ভাজে ভাজে
অবিশ্রান্ত অশ্রু বর্ষণ জলধির.....
এ বর্ষনে সিক্ত হয় প্রতিটি চঞ্চল
ধুলিকণা।
শুধু তপ্ত হিয়ায় বিদ্রোহের
দামামা...
ক্লান্ত আঁখিতে খুঁজে ফেরা যুগের
সওদাগর
ওহে! তাকবীর ধ্বনিতে একবার ডেকো
আমায়!
আমি তোমার আহ্বানে সিক্ত হতে চাই.....

                                    ১৮,০৫,১৩


No comments:

Post a Comment