Saturday 27 September 2014

কুৎসিত কংক্রিটে ঢাকা আকাশ
ক্লান্তিতে আচ্ছন্ন রাজপথ
যান্ত্রিক জটিলতায় স্থানচ্যুত মানবিক সারল্য
শিরায় শিরায় অনুভূতিরা ছুটে বেড়ায়না আর...
বেঁচে থাকার জন্য; বেঁচে থাকতে হবে বলে,
টুকরো টুকরো আবেগ ছুড়ে দিই সময়ের গহ্বরে।
তবুও শেষ-মেষ পথহারা কেউ, হেরে যাওয়া একজন।

কিংবা আধারে আশ্রিত জীব,
হয়ত জ্বোনাকী,
হয়ত কদাকার সরীসৃপ!

     ৩০,০৯,১৩

No comments:

Post a Comment