Saturday, 27 September 2014

শ্যাওলা জমা স্বৃতিগুলোয়
অভিমানের মেঘ ধোয়া জল,
মনের আলোয় খুজে ফিরি
হারিয়ে ফেলা শেষ সম্বল।
হলদে রোদের ঝলকানিতে
বিন্দু শিশির চমকে ওঠে,
মন বদলের পুরান খেলায়
স্বপ্নের ওপর স্বপ্ন ফোটে...

No comments:

Post a Comment