Saturday 27 September 2014

একসময় রাত জেগে তাঁরা গুনতাম
মাঝ রাত্তিরে বাতাসের কানাকানি খুব শুনতাম।
চাদেঁর কলংকে নিষ্কলংক কোনো ছায়া খুঁজতাম
নিশির নীরবতার কোন গোপন অর্থ বুঝতাম।

আজকাল আকাশের মন ভাল থাকেনা...
বাতাস তাই থমকে রয়।
আঁধারের দীর্ঘশ্বাসে আমার হৃদয়টাও সংকুচিত হয়ে আসে...
আজকাল আমিও যে রাতে ঝাপসা দেখি!

                      ০৭,০৭,১৩

No comments:

Post a Comment