Saturday 27 September 2014

আমার পুরোনো খেলাঘরের;
সেই বদ্ধ জানালায়,
চাপাপড়া কিছু গোপন উচ্ছাস...

আর অসম্ভবের নেশায়;
ছুটে হারিয়ে ফেলা খেই,
অতঃপর কিছু তপ্ত দীর্ঘষ্বাস...

তাই রিক্ত হ্নদয় ছুয়ে;
আর শুকনো অধর চুয়ে,
নোনতা জলে মিশে যায় বিশ্বাস...

আমি পাজর ভাঙ্গার ভয়ে;
চেপে রাখি স্পর্ধাদের,
দু'নালীর ফাকে আটকায় নিঃশাস...

তবু মনের চেতনস্তরের;
সব পাহারা ফাকি দিয়ে,
অবচেতনে ফেরে পাবার অভিলাষ।

এই বিবেক-আবেগ খেলায়;
আমি হেরে যাই বারবার,
প্রাণপণে তাই খুজে ফিরি অবকাশ...

                         ১৯,০৮,১৩


No comments:

Post a Comment