Sunday, 28 September 2014

কত কথা যে কত হাজারবার বিষকাঁটা হয়ে আটকে রইল কন্ঠনালীর বুকে...
কত কথা যে থমকে দিল পাগলা গতির সময়...
কেবল কথাগুলোর ভারে আমি উড়ে যেতে পারলাম না ঝড়ের পূর্বক্ষণে...
হায় আমার অপরিণত পাখাজোড়া...
কবে তাতে পালক গজাবে...
আর কবেইবা প্রাপক চাইবে চিঠি?
আর কবেইবা আমি ত্যাগ করবো বাসি নিঃশ্বাসটুকু?
কবে?

No comments:

Post a Comment