Sunday, 28 September 2014

জানালার ওপাশে কুঁয়াশার আঁচলে জলকণার কারুকাজ
আর নেত্রজোড়ার আস্তিনে জমা শিশিরবিন্দুরা
কেমন মিলেমিশে একাকার হয়ে যায়......
কেঁপে ওঠা দীর্ঘশ্বাসে ভর করে রাজ্যের ক্লান্তি
চেনা স্পর্শের বিচ্ছেদ মিলায় কৃষ্ণপক্ষের আঁধারে।
অবসন্ন দুচোখে অবসরের আকুলতা
আর দূর্বল নিঃশ্বাসদের সমাপ্তির আবেদন......
ক্ষীণ হ্ণদস্পন্দনে তবুও
একটুখানি কামনা মিটমিটিয়ে জ্বলে...

না ফেরার অভিলাষে প্রস্থান একেকটি উষ্ণ নিঃশ্বাসের
শেষকৃত্যের বিষন্নতায় চোখ বুজে কলংকিত চাঁদ।

No comments:

Post a Comment