Sunday, 28 September 2014

বালিকা, তোমার ছটফটে ইচ্ছেদের ডানা ঝাপটানোর শব্দ
ব্যাস্ত শহরের অপর প্রান্তে নিছক ছেলেমানুষি বলে বাতিল হয়ে যায়।
আর তুমি কিনা একটুখানি আবেগের কাছে বেঁচে দিলে লজ্জাবতী আঠারোর দিনগুলো!
বালিকা, রাত্রির অন্ধকার তোমার অত উষ্ণ অভিমান নিজের কাছেই রাখে।
আকাশ তোমার জন্যে কাঁদেনা।
তুমি তার কেউ নও।

No comments:

Post a Comment