Sunday, 28 September 2014

দুরত্ব আমাদের অস্তিত্বকে পরস্পরের কাছে করে ক্ষুদ্রতর
যেমন দূরের মানুষগুলোকে মনে হয় কড়ে আঙ্গুলের সমান...
যন্ত্রেরা দুরত্ব মেটায় না, মেটাতে পারেনা।
দুরত্ব মেটায় মানুষের মানবিক অনুভূতি...
যে অনুভূতিরা একটি মানুষকে একটি পৃথিবীর চেয়ে বড় করে দেখায়...

No comments:

Post a Comment