Sunday 28 September 2014

হে জীবন,
তুমি ঘাস-পাতার ন্যয় অযত্নে বাড়িয়াছো
শত হৃদয়ের মায়া অজ্ঞাতে ছাড়িয়াছো
তোমাকে রঙ্গিন প্রজাপতি নহে,
তেজপাতাই লোকে কহে।

হে জীবন,
তুমি কেন আমায় মোহাচ্ছন্ন করিলে না?
ছুটিয়া যখন পালাইয়াছিলাম, বাহুতে কেন ধরিলে না?
কেন ঘড়ির কাটা এমন করিয়া আমার অনুভূতিদের মাড়াইয়া গেল
অযথা বুনো ফুলের সুবাস লইয়া হিয়া হইল এলোমেলো।

হে জীবন,
তুমি তেজপাতা
তুমি প্রাণহীন লতাপাতা
তুমি কালের শেকলে কথারে বেধে
আমারে করেছো বাকহারা।

তোমায় ত্যাজ্য করিলুম তাই।

No comments:

Post a Comment