Saturday 27 September 2014

বসন্তের আগে আরেকবার এসেছিল বসন্ত
হিমেল হাওয়ার রুক্ষতায় এক হৃদয়ের আশ্রয়ে ছিল কোমলতা।
বিধি শাসিত সমাজের আড়ালে ছিল গুচ্ছ অনুভূতির কুটির,
দিনান্তের ক্লান্তি ভুলিয়ে দিতো সে অনুভূতির উচ্ছাস।

অষ্টাদশীর আনাড়ী হ্ণদয় ভীষণ রকম মানবিক
তাই উদার আকাশ দখলে নিতে বাড়িয়ে ছিল হাত।
...
সেদিন শুষ্ক হৃদে ফোয়ারার জলে অনুভূতিরা সিক্ত হল
ভগ্ন হৃদয়ে বোকাসোকা কেউ খুব খুজেছিল আশ্রয়...

তারপর, প্রাপকহীন চিঠিগুলো প্রায়ই ডেকে বলে,
ভুল করে বসন্তের আগে আরেকবার এসেছিল বসন্ত...
৩০,১০,১৩


No comments:

Post a Comment