Saturday, 27 September 2014

কোন এক শুক্লপক্ষের রাতে
বেদনার বাতাসে এলোমেলো হবে তোমার আধপাকা চুল।
মৃদু জোছনায় আলোড়িত হবে গোছানো স্বৃতিগুলো...
একটা তারা মিটমিটিয়ে হাসবে।
তোমার চোখে থাকবে শূণ্যতা...
সেদিন কেউ কবিতা লিখবে না।
তুমিও না...
কাগজের ফাঁকাবুকে না থাকবে অক্ষরের বেড়ি,
না থাকবে অশ্রুর স্বাক্ষর।

     ০৮,০৯,১৩

No comments:

Post a Comment