Saturday, 27 September 2014

কেউ চুপচাপ; এই সুনসান নগরীর সন্ধ্যায়,
কিছ্বু বিবর্ণ অনুভূতি চো
খের তারায় চমকায়...
আগ্রাসী আঁধারে মিলায় গোধুলীর শেষ নূর
তবু মিটমিটে জোনাকী ছড়ায় জীবনের গান বহুদূর...
কিছু অভিমান চাপা থাক, থেকে যাক আড়ালে
রুপান্তরের গল্পে না হয় খানিকটা অনুভূতি হারালে...!

         ২৫,০৮,১৩


No comments:

Post a Comment