Saturday 27 September 2014

একদিন শেকড়ের খোঁজে বেরুবো....
আদিগন্ত বিস্তৃত কোন সবুজে,
যেখানে আকাশ আর জমিনের
রেখা হারিয়ে যায়।
যেখানে সবুজ আর নীলে মাখামাখি কোন পদ্মপাতার ফাঁকে,
কিংবা একচিলতে ডিঙ্গিতে স্ফটিক ঢেউয়ের বাকে।
বৃষ্টি ভেজা রাত্তিরে মাটির সোদা গন্ধে,
অথবা জোছনা বিহারে বাঁশপাতার অদ্ভুত ছন্দে...

একদিন পানকৌড়ি হব...
নিঃশ্বাসে পান করে নেব অসীমের সব সুন্দর।
ভালোলাগা কোন গানের ছন্দে দোলাবো হন্দয়
ঝুমকো জবার ছন্দে হৃদয়ের সে দুলুনি মিলেমিশে হবে একাকার...
অচিন কোন পাখির চঞ্চলতায়,
কিংবা মাতাল কোন সুবাসে খুঁজবো আদিম মুগ্ধতা।
এক সময় ক্লান্তিতে বুজে আসবে চোখ
তবুও মোহের প্রাবল্যে ছুটে বেড়াবো মাসরিক থেকে মাগরিব।

যদি আবার কখনো প্রাণ ফিরে পাই,
একদিন শেকড়ের খোঁজে বেরুবো...

                              ২৮,০৫,১৩


No comments:

Post a Comment