Sunday 28 September 2014

সময়গুলো যেন শেষ বেলের শব্দের মত হুড়মুড়িয়ে পাশ কাটিয়ে গেল!
সেই যে চোখ জুড়ে কৌতুহল, অনভ্যস্ত স্কুল বালিকা,
দলবেধে ছুটে বেড়ানো ক্যান্টিন থেকে লাইব্রেরী
ধানমন্ডি লেক থেকে নিউমার্কেটের চুড়ির দোকান।
কিংবা স্টার কাবাবের কোনার টেবিলে ক্লান্তিহীন আড্ডা...
নিরস লেকচারের ফাঁকে কারো জানালা পেরিয়ে আকাশ ছোয়া,
ভাবুক কারো খাতাজুড়ে লেখা কবিতা দুছত্র,
টেবিলে মাথা রেখে অসমাপ্ত ঘুমের ক্লান্তিতে কাতর বালিকা
কারো সিরিয়াস হাতে কলম চালানো খাতার সফেদ পাতায়,
কারো মনের মত স্কেচে আঁকা স্বপ্নপুরুষ।
অথবা অফ পিরিয়ডে হেড়ে গলায় গান ধরা এক ঝাক উচ্ছলতা
গসিপের বিষয় হওয়া জনৈক নবাগতা
ভাঙ্গা হ্ণদয়ে বিষন্ন বালিকার একাকিত্ব
গুমড়ে মরা শোক,
আর সদ্য প্রেমে পড়া মেয়েটার
চোখভরা প্রচ্ছন্ন আবেগ।
বেঞ্চের বুক চিরে রেখে যাওয়া স্বাক্ষর, অমুক+তমুক...
সব যেন মিলেমিশে একাকার সেই কোণার ক্লাসরুমে।
আর, আমাদের হঠাৎ বড় হওয়া,
আবেগ-অনুভূতি মাড়িয়ে নিরন্তর ছুটে চলতে শেখা।
তবু গতিময় সময়ে দু'একটা পথহারা প্রজাপতি...
আর পড়ন্ত বিকেলে গোধুলির রঙ্গে রঙ্গিন শুভ্র পায়রাদের নব যুদ্ধের প্রস্তুতি...। 

No comments:

Post a Comment