Sunday, 28 September 2014

প্রচন্ড অভিমানে নিজেকে বোঝাই,
অভিমান করার কোনো অধিকার আমার নেই....
অলিখিত অভিমান লুকিয়ে রয় চোয়ালের দৃঢ়তায়,
আমার দূর্বল পাঁজরের হাড়ে
আমার শীর্ণ হাতের মুষ্ঠিতে,
আমার রুক্ষ ঠোঁটের ফাঁকে,
আমার বিষাক্ত কলজের একদম ভেতরটায়...
২৭.১০.১৩

No comments:

Post a Comment