Sunday 28 September 2014

বুলেটগুলো ভেদ করে একটা বুক,
ছেদ করে যায় একটা কলিজা
আর সহস্র হ্ণদয়।
আর তারপর যখন অবাঞ্চিত রুহেরা পাজর ভেঙ্গে মুক্ত হয় একেকটি বন্ধন ছিন্ন করে,
তখন কিসাস চাওয়াটা নাকি দোষের।
তখন মুখ বুজে থাকাটাই নাকি সমাধান।
সয়ে যাওয়াটাই নাকি শ্রেয়!

তবে রাস্তায় পড়ে থাক কৈশোর পেরুনো যুবকের খুন মাখা লাশ,
কংক্রিটে পড়ে থাক আজন্ম শাহাদাতের কামনা লালন করা কোনো বৃদ্ধের থ্যাতলানো দেহ,
পুরুষশূণ্য কোনো বাড়ির মেঝেতে পড়ে থাক বারো বছরের কোনো অভাগা কিশোরীর গণধর্ষিত মৃতপ্রায় দেহ।
তোমরা তাদের দেখে কুম্ভিরাশ্রু নির্গত করোনা।
তোমরা আয়েশ করে বসে দেখো,
আরেকটা লাশ আসছে,
আরেকটা ধর্ষিত ঝরা ফুল......

আর আমরা অপেক্ষা করি,
একদিন যুদ্ধের ফয়সালা আসবে,
একদিন তোমাদের প্রস্তুতি সম্পুর্ণ হবে।
অস্ত্র ধরার মত হাত হয়ত সেদিন অবশিষ্ট থাকবেনা,
স্বপ্নভরা চোখে কোনো এতিম হয়ত তোমাদের পানে চাইবেনা,
কোনো তরুণী হয়ত তোমাদের পৌরুষত্বে পুলকিত হবেনা,
তবুও তোমরা এসো,
মজলুমের জমাট রক্তে তোমাদের পদচিহ্ন রেখে যেও।


No comments:

Post a Comment