Saturday, 27 September 2014

অনুভূতিগুলো গুটিসুটি মেরে পড়ে থাকে....
বিবেকের চোখ রাঙ্গানিতে, শিশুসুলভ অভিমানে......
আমি সন্তর্পণে একটু অহমের প্রলেপ লাগাই তাতে,
তারপর পাঁজরের কারাগারে বন্দী করে স্বস্তির নিঃশ্বাস নিই।
আরেকটু দীর্ঘশ্বাস জমিয়ে আনমনেই বলি,
অনুভূতিগুলো বড় বেয়াড়া
খালি তৃষ্ণা বাড়ায়...

            ১৬,০৮,১৩



No comments:

Post a Comment