Sunday, 28 September 2014

এইসব রাত্রিরা কেমন যেন,
ভঙ্গুর মরা ডালটার কাধে নিশাচর বাদুড়ের মত চুপচাপ ঝুলে আছে!
জমাট স্তব্ধতায় ক্ষণিকের জন্য মনে হয়,
এই আমরা বুঝি এমন স্থির হয়ে আছি!
এই বুঝি অবসর নিল টেবিল ঘড়ির কাটা তিনটে!
নাইটকোচের ভারী চাকার ক্যাচক্যাচে আর্তনাদ,
আর মালবাহী গাড়ির আত্মা কাপানো হর্ণে সম্বিত ফিরে পাই।
নাহ, জীবন বড় গতিময়...

No comments:

Post a Comment