Friday 10 May 2013

অপরিণত আবেগ...



মোহনীয় আবেগের উগ্র আকর্ষণ,
কিংবা অনিচ্ছায় দেখা রঙিন দিনের লাজুক স্বপ্ন;
অথবা হৃদয়ের গহীন থেকে উঠে আসা আহ্বানে
আমি শিহরিত হইনা।
বরং গভীর এক ক্ষত হয় বিবেকে,
কঠিন অনুশোচনায় কুকড়ে যাই আমি।
এ স্বপ্ন তো আমার জন্য নয়
আমি যে উৎসর্গীত এক সৈনিক
আমার যে আমার বলে কিছু নেই...
আমৃত্যু সংগ্রামের বাইয়াত যে করে ফেলেছি
খোদাকে চেনার পরই।
জীবনকে বেধেছি এক অনিশ্চিত ভবিষ্যতের সাথে।
স্রোত কখন কোথায় নিয়ে যায় জানা নেই
শুধুই সামনে পথচলা।
তবু অজান্তে কার চোখে চেয়ে
একফালি স্বপ্ন তুলে নিয়েছিলাম জানিনা।
তবু অনিশ্চিত জীবনের অসম্ভব স্বপ্নগুলো
গভীর মমতায় লালিত হয়...