Sunday, 28 September 2014

সেই কবেকার মেঘলা দুপুর
আষাঢ়ে বিকেল হয়ে ভিজিয়ে দিল রাত্রির জোছনা...
আমি কেবল পাঁজরের খাঁচা আটকে লুকিয়ে রইলাম।
কিচ্ছু বলা হলোনা...
জন্মদাগটুকু আড়াল করতে আমি অমাবশ্যা হয়েই কাটিয়ে দিলাম এবারের ষড়ঋতু...

No comments:

Post a Comment