Saturday, 27 September 2014

কখনো বড় ক্লান্ত লাগে
চোখ দুটো মুদে আসে আর,
তপ্ত এক দীর্ঘশ্বাস.....
কখনো কাঠফাটা রোদ্দুরে
একলা পথে হাটতে গিয়ে
কোনো এক অদ্ভুত আকুলতায়
বুকটা ভেঙ্গে পড়ে...

কখনো জোছনা রাত্তিরে
অচেনা কোন আদিম গন্ধে
হৃদয়ের সবটুকু কঠোরতা
অশ্রু হয়ে ঝরে পড়ে।

কিংবা কোন বর্ষা ভেজা সন্ধ্যায় যখন পাখিরা নীড়ে ফেরে,
আকুল হয়ে সে কোলাহলে
নিঃস্ব হৃদয়টা কোন চেনা কণ্ঠ খুঁজে ফেরে...

 ২০১০

No comments:

Post a Comment