Sunday 28 September 2014

নিজেকে চেনা যায় একান্তে, নিস্তব্ধতায়...
যখন সঙ্গী হয়না ছায়াও।
ঘড়ির টিকটিক, বুকের ধুকপুক আর শিশিরের টুপটাপ
যখন মিলেমিশে একাকার হয়।
অচেনাকে চিনতে চাইনা বলে
মধ্যরাতে খুলে বসি ঘুমন্ত জানালা,
শার্সি গলে ঢুকে পড়া লাইটপোস্টের ধোয়াটে আলোর সাথে
চোখাচোখি হয় আবার...
ভোতা পেন্সিল, পুরোনো খাতার শেষ পাতা,
আর দুর্বোধ্য অনুভূতিরা আবারো একাকার হয়।
পাতাভরা অনুভূতিদের মাঝে,
বড় কাতর চোখে আমি নিজেকে দেখি তখন...।
০২,০২,১৪
রাত-২.০০টা

No comments:

Post a Comment