Sunday 28 September 2014

তোমার হয়ত মনে হয়
যেকোনো মৌসুমেই উষ্ণতার প্রয়োজন হয়।
তাই আচম্বিতে তাকে দেখলেই তোমার কামনারা
পঙ্গপালের ন্যয় ছুটে আসে।

তোমার হয়ত মনে হয়
জীব মাত্রই জৈবিক।
তাই যৌবনের পূজারী জীবেরা শুরু থেকে শেষ অবধি
স্বর্গীয় প্রেমের নামে মর্তীয় উন্মাদনায় ডুবে রয়।

তুমি হয়ত মনে করো
জীবনের অকূল পাথারে কারো সঙ্গ বড় প্রয়োজন।
তাই একটা উষ্ণ কোমল হাত ধরতে ব্যাকুল থাকো।
প্রিয়দর্শীনীর লাবণ্যে মোহগ্রস্থ হতে চাও।

তুমি হয়ত ভাবো
জীবনের জীর্ণতায় একান্ত অঙ্গনার উচ্ছাস জরুরী।
তাই কাতর হয়ে নিঃসঙ্গতাকে অভিশাপ দিয়ে
একূল থেকে ওকূলে উদ্ভ্রান্তের ন্যয় ছুটে বেড়াও।

তুমি হয়ত জানোনা
জীবনের কিছু অবধারিত সত্য আছে।
তাই তোমার এ পৃথিবীতে আসা,
তাই তোমার লক্বব 'আশরাফুল মাখলুকাত'।

০৭,১২,১৩

No comments:

Post a Comment