Saturday, 27 September 2014

কখনো চাঁদের সাথে আড়ি
মেঘের ফাঁকে লুকিয়ে রাখি ইচ্ছের বাড়াবাড়ি।
কখনো গল্প বলার ছলে
পাজরের ওপাশে লুকানো আবেগ আনমনে দেই বলে।
আমি ছন্নছাড়া মানুষ
তাই চোখের আলোয় নিত্য উড়াই হাজার রঙ্গের ফানুষ।
আমার স্বপ্ন দেখায় ভয়
প্রায়ই এখন স্বপ্নদের যে কবর দিতে হয়...

No comments:

Post a Comment