Sunday, 28 September 2014

একটা দমকা হাওয়া এগিয়ে আসতেই
লালচে পাতাগুলো ঝাপিয়ে পড়ল সোৎসাহে
পথের শিশু বুনো ফুলগুলোর রেনু ছড়িয়ে পড়ল দিগন্তে
সদ্য চোখ ফোটা চড়ুই ছানাগুলো চেচিয়ে উঠল মিছে আতংকে
হৃদয়ের নিস্তব্ধ জলাশয়ে একটা অবয়বও যেন খানিকটা নড়েচড়ে উঠল...
০৭,০১,১৪
দুপুর

No comments:

Post a Comment