Saturday, 27 September 2014

আমি মৌন মধ্যরাত,
কিংবা ভবঘুরে ভরদুপুরের শব্দার্থ খুজি
স্বপ্ন খুজি লাল ইটের দেয়ালে,
সবুজ শ্যাওলা যাকে গ্রাস করেছে ক্রমাগত...
আমি হ্নদয়ের ক্ষুদ্রতা বদলে নিতে চেয়েছি উদার আকাশের সাথে
ভিখারীর মত হাত পেতেছি সূর্যের কাছে; একটু আলোর জন্য...

পাজরের ওপাশ থেকে চেয়েছি খানিকটা মুগ্ধতা
চোখের আলোয় পেতে চেয়েছি জোছনাস্নানের স্বাদ।
ধুয়ে দিতে শূণ্যতার; গ্লানিময় অবসাদ।

                        ১০,০৮,১৩


No comments:

Post a Comment