Sunday 28 September 2014

আমাতে অমন কামনা জাগিয়োনা;
মায়ার তন্ত্রীতে বেধে জন্ম
দিয়োনা নতুন প্রেমের গান।
আমাতে অমন
কঠোরতা চিরে ব্যাকুলতা খুজোনা;
অন্তরিক্ষের রক্তে ভিজিয়ে দিয়োনা

শুকিয়ে যাওয়া হৃদকমল।

মাটির সোদা গন্ধ যে কি তীব্র মাদক!
তাতে আমায় আর মোহাচ্ছন্ন করোনা...
হিংস্র প্রেমের নখরে বিক্ষত হ্ণদয়ে
পুরোনো আবেগের নির্যাস খুজোনা বৃথা।

আমি তো সেই কবেই সামাজিক হয়েছি!
আমি তো সেই কবে থেকে
পৃথগন্ন প্রকৃতির বহিষ্কৃত বুনো শ্বাস।
আমি তো সেই কবে থেকেই
শেকড় গেড়েছি ইট-সুরকির দেয়ালে।
স্বপ্নের রোশনাইতে শ্যাওলা জমেছে আমার।
আনাড়ী আবেগের উচ্ছাস গত
হয়েছে কবে...!

আমাতে অমন আস্পর্ধা জাগিয়োনা ফের!
যাতে তুলতুলে অনুরাগ
রঙচঙে পাখা মেলে মেকি মায়াতে।
চড়ুইয়ের চঞ্চলতা আর না ফিরুক আমাতে।
আমি মানুষ হতে ব্যস্ত এখন....

No comments:

Post a Comment