Sunday, 28 September 2014

তোমার আর আমার অমিলের মিল নিয়ে বাদানুবাদ
এই ছেড়া শহরের ডানপিটে রাস্তায়
অভিমানে বা কপট রাগে
ব্যস্ত যানের হাকাহাকির তোয়াক্কা করিনা আর।
দমকা হাওয়ার স্পর্শ পুলক জাগায় না
ফেরারী পাখির মুখরতায় ও উত্তাপে স্থিতি আসেনা
আর, সন্ধ্যা তারারা জ্বলে ওঠার আগেই যে
কুৎসিত হলদে জোছনা রাজপথ দখলে নেয়,
তার স্পর্শ আমাকে আরো আরো বিষন্ন করে দেয়।
কেন অযথা এত এত অনুভূতি জাগে,
যার গভীরতা খুঁজে কোন কূল পাইনা আমি,
আমি সত্যিই বুঝে উঠতে পারিনা...

তোমার ফিরতি ডাকে আমি বিরক্ত হই
সত্যিই ভীষণ বিরক্তি আসে আমার।
তোমার কি খুব খেলনার অভাব হে!

/পথচারী

No comments:

Post a Comment