Sunday, 28 September 2014

এ অসংলগ্ন অনুভূতির কোনো মর্মার্থ
খুঁজে পাইনা আমি
যাপিত জীবনের সমস্ত
বাস্তবতাকে শিকেয় তুলে
হ্ণদয়ের আবেদনটুকু যথার্থ শব্দের
শৃংখলে বাঁধতে
অবসন্ন চোখে, নিশ্চল হাতের ক্লান্ত
আঙ্গুলে
ধরা কয়লার পানে চেয়ে রই……
আমার একটা হ্ণদয়ভেদী ছন্দ চাই।
যে ছন্দের অক্ষর ভেদ
করে পাওয়া যাবে উষ্ণ বারুদের ঝাঝ
সে ছন্দের প্রতিটি অক্ষরে না হয়
ক্ষয়ে যাওয়া স্পন্দন থেকে আবীর
রাঙ্গা আবেগ ছুইয়ে দেবো…!
০৪,১২,১৩

No comments:

Post a Comment