Sunday, 28 September 2014

আর, মানুষের ভেতরে মানুষেরা চুপি চুপি ঢুকে পড়ে।
পাজরের কারাগার ভেদ করে একান্ত পৃথিবীতে একান্ত হয়ে জায়গা করে নেয়।
কেউ স্থান করে নেয় সত্য হয়ে,
আর কেউ ঝুলে থাকে একটা 'কিন্তু' হয়ে.....

No comments:

Post a Comment