Sunday, 28 September 2014

"আর, তোমার কষ্টেরা কখনো আমার হবেনা।
তোমার মধ্যকার প্রলয়ঝড় ও আমায় ছোবেনা।
তোমার আকাশ, আমার আকাশ অনেক দূরের পথ,
এতটা পথ পেরুতে তুমি আর কোনদিন পথিক হবেনা।"

বিস্ময় দৃষ্টিতে চেয়ে থাকে 'তুমি'
'আমি'টা তো এই সামনেই!
কোথায় কত দূর?
হাত বাড়ালেই ছোয়া যায় অস্তিত্বের উষ্ণতা!

'আমি' হাসে বিমূঢ় 'তুমি'র বোকা চাহুনিতে।
আমি-তুমিদের দূরত্ব কি চাইলেই মিটে যায়?
'আমরা হওয়া কি এতই সহজ?!

No comments:

Post a Comment