Saturday, 27 September 2014

দূরত্ব আজকাল সম্পর্ককে বদলায় সৌজন্যে
যেখানে 'ভাল আছি' বলতে ভাল থাকা লাগেনা।
বিদায়ী হাসিটুকু হয় সংক্ষিপ্ত,
দূরত্ব আছে বলেই 
হৃদয় নিংড়ে কামনা করা হয়না 'ভাল থেকো।

ভাললাগারা কংক্রীটের ঝুল বারান্দায় নিশ্চুপ হয়ে রয়
মিছেমিছি বৃষ্টি ছোয়ার বাহানা করেনা আর।
বৃষ্টি শুধু চিহ্ন রেখে যায় পাচিলের শ্যাওলায়।

০৮,০৯,১৩


No comments:

Post a Comment